শুধু মুখ নয়, গলায় ও পিঠেও কিন্তু ট্যান পড়ে। তবে ঘাড় বা পিঠের ট্যানের যত্নের বিষয়ে আমরা ভীষণই উদাসীন।
তাই অযত্নের ফলে জেল্লা হারায় শরীরের এই অংশগুলো। তবে একটু যত্ন নিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ট্যানিং হোক বা অন্য কোনও কারণ, ঘাড়ের কালো ছোপ দূর করতে রক সল্ট দিয়ে এক্সফোলিয়েট করা যেতে পারে।
প্রথমে রক সল্ট নিন এবং স্নানের আগে আপনার ঘাড় ভালো করে এক্সফোলিয়েট করুন। চেষ্টা করুন এই পদ্ধতিটি নিয়মিত করার।
লেবু এবং মধু উভয়ই ত্বকের যত্নে বিভিন্নভাবে ব্যবহার করা হয় ৷ ট্যানিং দূর করতে আপনাকে ২ চামচ বেসন, ১ চামচ মধু, সামান্য লেবুর রসের সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে।
এই পেস্টটি ঘাড়ে লাগিয়ে ৩০ মিনিট পর সুতির কাপড়ের সাহায্যে স্ক্রাব করে মুছে ফেলুন। আপনি এই প্রাকৃতিক পেস্টটি মুখে এবং হাতেও ব্যবহার করতে পারেন।
চন্দন ত্বকের কালো দাগ দূর করে ও করে ত্বক উজ্জ্বল করে ৷ ঘাড়ের ট্যানিং দূর করতে চন্দনের গুঁড়োতে কাঁচা দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে ব্রাশের সাহায্যে ঘাড়ে লাগান।
এই পেস্টটি ৩০ মিনিটের জন্য ঘাড়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকবার ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে।