24 February 2024

ঘাড়ের কালো দাগ তুলুন ম্যাজিকের মতো

credit: Pinterest

TV9 Bangla

পরিষ্কার ও চকচকে ত্বক পেতে  মানুষ কত কিছুই না করে। কিন্তু বহু চেষ্টার পরেও শরীরের কিছু অংশ কালোই থেকে যায় যা দেখতে খুবই খারাপ লাগে।

 সাধারণত রোদে পোড়ার কারণেই ত্বকের বিভিন্ন অংশ কালো হয়ে যায়। নামিদামী ক্রিম বা রোজকার পরিচর্যা করেও এর থেকে সহজে মুক্তি মেলে না।

 জানুন ঘরোয়া উপায়ে কী করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে বেসন ও লেবু।

এই জন্য ১  চামচ বেসন এর সঙ্গে ১  চামচ লেবুর রস মিশিয়ে ঘাড় ও কনুইতে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে।

ঘাড় ও কনুইয়ের কালো ভাব দূর করতে মধু ও লেবু ব্যবহার করা যেতে পারে। এ জন্য মধুতে লেবুর রস মিশিয়ে ঘাড়ে ও কনুইয়ে লাগাতে হবে, কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

লুদ ও দুধের সাহায্যেও ঘাড় ও কনুইয়ের ত্বক পরিষ্কার করা যেতে পারে। এজন্য ১ চা চামচ দুধ ও বেসন মিশিয়ে ঘাড়ে ও কনুইয়ে লাগান।

তারপর শুকিয়ে গেলে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন। কয়েকদিনের মধ্যেই ঘাড় ও কনুইয়ের কালো ভাব ধীরে ধীরে কমতে শুরু করবে।

এ ছাড়া ঘাড় ও কনুইয়ের ট্যান তুলতে ব্যবহার করতে পারেন কফি। সপ্তাহে দুই দিন কফি দিয়ে স্ক্রাব করলে উপকার পাবেন।