মহিলাদের শরীরে স্ট্রেচ মার্কের সমস্যা নতুন নয়। বিশেষ করে গর্ভাবস্থায় এই সমস্যা বাড়ে। সন্তানের জন্মের পর এই ধরনের দাগ আরও ভালভাবে বোঝা যায়।
এই সমস্যা থেকে মুক্তির পথ খোঁজেন অনেকেই। জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?
স্ট্রেচ মার্কের সমস্যা থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা জেল। স্ট্রেচ মার্কযুক্ত জায়গায় নিয়মিত অ্যালোভেরা জেল লাগান।
এ ছাড়া অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাতে আরও ভাল ফল পাবেন।
অ্যালোভেরার সঙ্গে মেশাতে পারেন আরও এক উপাদান। তা হল ভিটামিন ই ক্যাপসুল। এই মিশ্রণ মালিশ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
কফিও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। তার জন্য অ্যালোভেরার সঙ্গে কফি পাউডার মিশিয়ে ব্যবহার করুন।
একইভাবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ও লেবুর রস। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে লাগালে দ্রুত ফল পাবেন।
এ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। তারপর স্ট্রেচমার্কযুক্ত স্থানে লাগান।