ফুলদানির ফুল থাকবে তাজা, রইল উপায়
219 September 2023
অনেকেই ফুলদানিতে ফুল সাজিয়ে রাখথে পছন্দ করেন। আর ঘরে ফুল সাজিয়ে রাখলে দেখতে সত্য়িই সুন্দর দেখায়। তবে ফুলকে তাজা রাখতে বেশ ঝক্কি রয়েছে
জেনে নিন সহজ কিছু টিপস। যা মানলে দীর্ঘদিন পর্যন্ত তরতাজা থাকবে ফুল ও তার গন্ধ। জানুন, তার জন্য কী করতে হবে...
কখনই ফুলের কাণ্ড বেশি ছোটো করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তাতে দীর্ঘ দিন তাজা থাকবে
ফুলের কাণ্ডের যে অংশটা ফুলদানির জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। তা হলে ফুল তাড়াতাড়ি পচে যাবে
তাই সে দিকে অবশ্যই নজর দিন। দেখে নিন পুরো কাণ্ডটি যেন জলের তলায় ডুবে না থাকে। এচি না মানলেই ফুল পচে যাবে
ফুল দীর্ঘদিন তাজা রাখতে, দুই চামচ আপেল সাইডার ভিনেগার, দুই চামচ চিনি এবং আধা চা চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে ঢেলে দিন। তারপর ফুলদানিতে ফুলগুলি রাখুন
ফুলদানি এমন জায়গায় রাখুন, যেখানে সূর্যের আলো পৌঁছায়। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে
অন্তত এক সপ্তাহ ফুলগুলি তরতাজা থাকবে। দু'দিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলুন। নইলে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে
আরও পড়ুন