সাদা পোশাক থাকবে  নতুনের মতো, রইল উপায়

19 August 2023

সাদা জামা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তাই ইচ্ছে থাকলেও অনেক সময় সাদা জামাকাপড় আমরা কিনতে পারি না

দৈনন্দিন ব্যবহার করলেও সাদা জামায় দাগছোপ বসে যায়। জানুন বাড়িতে সাদা জামাকাপড় কীভাবে পরিষ্কার করবেন

গরম জলে এক কাপ বেকিং সোডা মিশিয়ে তাতে কয়েক ঘণ্টা আপনার সাদা পোশাক ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে পোশাকটি ধুয়ে ফেলুন। দাগছোপ উঠে যাবে নিমেষেই

এক বালতি গরম জলে এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এতে সাদা পোশাক ভিজিয়ে রাখুন সারা রাত। পরের দিন ডিটারজেন্ট দিয়ে ভাল করে ধুয়ে নিলেই বাড়বে পোশাকের জেল্লা।

লেবুর রস সাদা কাপড়ের দাগ তুলতে দারুণ কাজ করে। গরম জলে আধ কাপ লেবুর রস মিশিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন ডিটারজেন্ট দিয়ে কেচে নিন

এক বালতি জলে এক কাপ বাসন মাজার লিক্যুইড সাবান মেশান ভাল করে। এতে সাদা পোশাকটি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর কেচে ধুয়ে নিন।

নীলের গুঁড়ো বা লিক্যুইড নীল উজালা সাদা পোশাকে নীলাভ আভা নিয়ে আসে, যার ফলে পোশাক আরও উজ্জ্বল দেখায়

 তাই, সাদা কাপড় ধোওয়ার পরে নীল জলে ডুবিয়ে নিতে পারেন। তবে পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে

 দেখতে যতই ভাল লাগুক না কেন, সাদা পোশাকের উজ্জ্বলতা টিকিয়ে রাখা বেশ ঝক্কির কাজ