রান্নাঘর, বেডরুম, বারান্দা, বসার ঘরে আরশোলার উপদ্রব নতুন নয়। আর বর্ষায় এই সমস্যা বেড়ে আরও দ্বিগুণ হয়েছে
মূলত ঘরবাড়ি অপরিষ্কার থাকার কারণে এই সমস্যা হয়। তাই ঘরবাড়ি জীবাণু মুক্ত রাখা ভীষণভাবে প্রয়োজন। তবে তা করেও যদি ঘরে আরশোলা আসে তাহলে বেছে নিতে হবে কিছু ঘরোয়া উপায়...
আরশোলা তাড়াতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এক কাপ বেকিং সোডা নিন এবং এর সঙ্গে সমপরিমাণ চিনি মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিন
এক রাতেই দেখতে পাবেন এর অতুলনীয় ফলাফল। এছাড়াও যেকোনও মিষ্টি খাবারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রেখে দিন। খাবারের গন্ধে এসে সেই খাবার খেলেই মারা পড়বে
ব্যবহার করতে পারেন তেজ পাতার গুঁড়োও। কারণ এই গন্ধ সহ্য করতে পারে না আরশোলা। কয়েকটি শুকনো তেজপাতাকে গুঁড়ো করে নিন। তারপর সেটি ঘরের কোণায় ছড়িয়ে দিন। তাহলেই কাজ হবে
এছাড়া ব্যবহার করতে পারেন লেবুর রসও। ঘর মোছার জলে লেবুর রস মিশিয়ে দিন। এবার তা দিয়ে ঘর মুছে নিন। দেখবেন আর আরশোলা আসবে না
আরশোলা থেকে মুক্তি পেতে বোরিক পাউডারও ব্যবহার করতে পারেন।মিষ্টি বা কফি গুঁড়োর সঙ্গে মিশিয়ে ঘরের চারপাশে ছড়িয়ে দিন। ময়দার সঙ্গে মেশালেও হবে।খাবারের লোভে এই মিশ্রণের সংস্পর্শে এলেই মারা যাবে আরশোলা
একটি পাত্রে পেট্রোলিয়াম জেলি নিয়ে তার সঙ্গে আম, আপেল এবং কলার খোসা দিয়ে দিন। এবার ঘরের যেসব জায়গা দিয়ে আরশোলা প্রবেশ করে সেই জায়গায় পাত্রটি রেখে দিন
ফলের গন্ধে আরশোলা পাত্রের চারিদিকে জমলেই সাবান জল ছিটিয়ে দিন। এক সপ্তাহের মধ্যে দূর করতে পারবেন আরশোলাকে