অকালে চুলে পাক ধরার সমস্যা নতুন নয়। অনেকেই এই সমস্যায় ভোগেন। বয়সের আগেই পাকা চুলে ভরে যায় মাথা। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে চুলে রঙ করেন। কিন্তু এটি কোনও স্থায়ী সমাধান নয়। এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
অকলা পক্কতার সমস্য়া থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করতে পারে আমলকির তেল। শরীরের পাশাপাশি চুল ও ত্বকের জন্য ভীষণ উপকারী আমলকি।
এতে ভরপুর ভিটামিন সি রয়েছে। আর রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বক ও চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
পাশাপাশি চুলের নানা সমস্যা মেটায়। যার মধ্যে অন্যতম হল চুল পাকার সমস্যা। তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার।
জেনে নিন কীভাবে আমলকির তেল ব্যবহার করলে কাজ হবে। এই তেল বানাতে লাগবে ৩-৪ টুকরো আমলকি, ৪ টেবিল চামচ নারকেল তেল ও
বেশ খানিকটা কারিপাতা।
একটি সসপ্যানে নারকেল তেল, আমলকি ও কারিপাতা একসঙ্গে গরম করুন। ১৫ মিনিট এটি গরম করুন। এরপর তা নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এরপর ছেঁকে তেল আলাদা করে নিন। চুলের গোড়ায় এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। এতে আরামও পাবেন।
১ ঘণ্টা অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। এক দিন পরপর ব্যবহার করুন এই তেল। উপকার পাবেন।