সপ্তাহে দু'থেকে তিনদিন শ্যাম্পু করেন অনেকেই। অনেকসময় এতে একটা সাধারণ সমস্যা দেখা দেয়। তা হল চুল তেলতেলে হয়ে যাওয়া।
শ্যাম্পু করার ২৪ ঘণ্টা পার হতে না হতেই চুল তেলতেলে হয়ে যায়। ফলে ফের শ্যাম্পু করতে হয়। এটি কেন হয় জানেন?
স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপান হলে এই সমস্যা হয়। এর জন্য ব্যবহার করতে হবে ড্রাই শ্যাম্পু। জেনে নিন বাড়িতে কীভাবে বানাবেন এই শ্যাম্পু।
একটি পাত্রে অ্যারারুট পাউডার, কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর তাতে চুলের জন্যে প্রয়োজনীয় কিছু এসেনশিয়াল অয়েল, যেমন ল্যাভেন্ডার, রোজমেরি, পেপারমিন্ট বা টি ট্রি মিশিয়ে নিতে পারেন।
তবে এসেনশিয়াল অয়েল খুব কম পরিমাণে ব্যবহার করবেন। কারণ এই সব তেল অতিরিক্ত ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।
সমস্ত উপকরণ ভালো ভাবে মিশে গেলে এয়ার টাইট কাঁচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রেখে দিতে পারেন।
Dry Shampoo
Dry Shampoo
তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। ড্রাই শ্যাম্পু চট করে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। এ বার আসা যাক কী করে ব্যবহার করবেন।
প্রথমে চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। তার পর সিঁথি ভাগ করে ঘরে তৈরি এই ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পে লাগিয়ে নিন ভাল ভাবে। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন।