17  March, 2024

পকেট বাঁচান! বাড়িতেই বানান আই লাইনার

TV9 Bangla

credit: Pinterest

কাজল কালো চোখের চাহিদা  মহিলা মহলে তুঙ্গে। মেয়েদের মধ্যে আই মেকআপের কদর নজর কাড়ার মতো।

আর আই মেকআপ যেটা ছাড়া অসম্পূর্ণ তা হল আইলাইনার। চক্ষুযুগলকে আকর্ষণীয় করে তুলতে এর জুড়ি নেই।

তাই আইলাইনার পরতে ভালবাসেন অনেকেই। বাজারচলতি আইলাইনারই এক্ষেত্রে ব্যবহার করেন বেশিরভাগ মানুষ।

তবে জানেন কি চাইলে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আইলাইনার? এতে কোনও রাসায়নিকও থাকে না, আর পয়সাও বাঁচবে আপনার।

কোকো পাউডার দিয়ে আইলাইনার তৈরি করে নিতে পারেন। এক চামচ কোকো পাউডারের সঙ্গে সামান্য জল মেশান। চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন।

মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। একটু শুকিয়ে গেলে বোতলে ভরে ব্যবহার করুন। এই আইলাইনার একটু বাদামী রঙের হবে।

এ ছাড়া তৈরি করে নিতে পারেন চারকোল আই লাইনার। কটা ছোটো বাটিতে ২-৩টে চারকোল ক্যাপসুল ভেঙে নিন। তার মধ্যে মিশিয়ে নিন নারকেল তেল।

দু'টো উপকরণ ভাল করে মিশিয়ে জেলের মতো মিশ্রণ তৈরি করুন। এই জেল আই লাইনার হিসেবে ব্যবহার করতে পারবেন।