ছোট চোখ নিয়ে আক্ষেপ করেন অনেকেই। চোখের আকার ছোট হলে মনের মতো আই মেকআপ করা যায় না অনেকসময়।
জানেন কি এমনকিছু উপায় আছে যা মানলে চোখ বড় দেখাবে। জেনে নিন তার জন্য কী পদ্ধতি মেনে চলতে হবে আপনাকে।
চোখে হালকা রঙের আইশ্যাডো লাগান। আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। সাদা, গোল্ডেন, সিলভার কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।
অনেকেই চোখে মোটা করে আইলাইনার লাগান। কিন্তু এতে চোখ ছোটো দেখাতে পারেন। তাই চোখের উপর ও নীচে মোটা করে আইলাইনার লাগাবেন না।
চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকেও আইলাইনার লাগাবেন না। বরং আইল্যাশের বাইরে দিয়ে লাগান এবং চোখের কোল পর্যন্ত লাইনার টানবেন না।
তাহলে আর চোখ ছোট দেখাবে না। এ ছাড়া এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে মাসকারা। কিন্তু মাসকারা ব্যবহার করার সঠিক উপায় জানতে হবে।
আইল্যাশ কার্লার ব্যবহার করুন। তারপর অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান চোখের পাতায়। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করুন এবং তাতে সঠিকভাবে মাস্কারা লাগান।
এ ছাড়া ব্যবহার করতে পারেন হাইলাইটার। চোখে হাইলাইটার কেবল উজ্জ্বলতা বাড়ায় না, চোখ বড় এবং আকর্ষণীয় দেখাতেও দারুণ কাজ করে।