06 March, 2024
তরমুজ দিয়েই বানিয়ে নিন ফেস মিস্ট!
credit: Pinterest
TV9 Bangla
বেশ ভালই গরম পড়ে গিয়েছে। আর গরমের অন্যতম ফল হল তরমুজ। শরীরকে ঠান্ডা ও আর্দ্র রাখতে এই ফলের জুড়ি নেই।
শুধু শরীরের জন্যই নয়, ত্বক ও চুলের জন্যও ভীষণ উপকারী এই ফল। জেনে নিন ত্বকের যত্নে তরমুজ ব্যবহার করলে কী-কী উপকার পাবেন।
ফেস মিস্ট হিসেবে ব্যবহার করতে পারেন তরমুজ। এই মিস্ট বানানোর জন্য এক টুকরো তরমুজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
এ বার এর রস ছাঁকনিতে ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন। সকাল-বিকেল ব্যবহার করুন এই মিস্ট। উপকার পাবেন।
সুগার স্ক্রাব হিসেবেই ব্যবহার করতে পারেন তরমুজ। নারকেল তেলের সঙ্গে চিনির গুঁড়ো মেশান। আর দিতে হবে তরমুজের নির্যাস।
এই তিন উপাদান ভাল করে গুলে নিন। এ বার স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। দেখবেন কয়েক সপ্তাহ এই ফেস স্ক্রাব ব্যবহার করলেই ফল পাবেন।
ফেস মাস্ক হিসেবেও কাজে লাগাতে পারেন তরমুজ। এর জন্য একটি পাত্রে তরমুজের নির্যাস নিন। তাতে কয়েক ফোঁটা মধু দিন। এ বার মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। কাজ হবে।
ত্বকের যত্নে এই সব উপায়ে তরমুজ ব্যবহার করেই দেখুন। মাত্র কয়েক সপ্তাহ ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে।
আরও পড়ুন