11  March, 2024

ফেসিয়ালের দরকার নেই, বাড়িতে সুজি থকালেই হবে

credit: Pinterest

TV9 Bangla

গরম পড়তেই শুরু হয়ে গিয়েছে ত্বকের নানা সমস্যা। বিশেষ করে বাড়ছে ট্যানের সমস্যা। সান ট্যান তুলতে অনেকেই পার্লারে ছুটছেন।

পার্লারে কেন যাবেন? যদি হাতের কাছেই থাকে দুর্দান্ত সমাধান। ত্বকের হাজার সমস্যা মেটাতে সাহায্য করে সুজি।

সুজি ত্বককে এক্সফোলিয়েট করে। টক দই পুষ্টি যোগায়। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং পাতিলেবু ত্বকের জেল্লা ফেরাতে কাজ করবে।

পাশাপাশি ট্যানের সমস্যা মেটাতে সাহায্য করে সুজি। ব্যাবহার করে দেখতে পারেন। ঠকবেন না।

এ ছাড়া সুজি প্রাকৃতিক এক্সফ্লয়েটরের কাজ করে। সুজি ব্যবহার করলে ত্বক চকচকে ও সুন্দর হয়ে উঠবে। তাই ব্যবহার করতে পারেন।

জেনে নিন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন সুজি। একটি পাত্রে দুই টেবিল চামচ মিহি সুজি নিন। এর সঙ্গে দুই টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ পাতিলেবুর রস নিন।

সব মিশ্রণ ভাল করে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে নিন প্যাকটি। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাজ হবে।

এই প্যাক লাগিয়ে স্টিমও নিতে পারেন। তাতে আরও ভাল ফল পাবেন। লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে তাতে।