শীত পড়তেই লাইন দিয়ে শুরু হয়ে যায় ত্বকের নানা সমস্যা। বাতাসে আর্দ্রতার অভাবে মূলত নানা সমস্যা দেখা দেয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই বাড়তি যত্ন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণভাবে সাহায্য করে ফেস সিরাম। এই সিরাম ব্যবহার করলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়।
তবে এর জন্য যে সবসময় বাজারচলতি সিরাম ব্যবহার করতে হবে এমনটা নয়। বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারেন ফেস সিরাম। রইল উপায়।
ব্রাইটেনিং সিরাম মাখলে ত্বকের নানা সমস্যা দূর হয়। এই সিরাম তৈরি করতে লাগবে লেমন, গ্রেপসিড এবং জোজোবা অয়েল। ত্বকের কালচে দাগ, ছোপ নির্মূল করতেও সাহায্য করে এই সিরাম।
গ্রেপসিড ও জোজোবা অয়েলকে একসঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর ছেঁকে একটা বোতলে ভরে ব্যবহার করুন।
এ ছাড়া বাড়িতে বানাতে পারেন হাইড্রেটিং সিরাম। আর্গন, রোজ়হিপ, ল্যাভেন্ডার এবং জেরেনিয়াম অয়েলের মিশ্রণ ত্বকে লাগালে কাজ হবে। এই সিরাম অতিরিক্ত শুষ্ক ত্বকেও আর্দ্রতা এনে দিতে পারে।
যাঁদের ত্বকে ব্রণর সমস্যা রয়েছে তাঁরা ব্যবহার করতে পারেন অ্যান্টি-অ্যাকনে সিরাম। এর জন্য গ্রেপসিড, জোজোবা অয়েল, রোজমেরি অয়েল ও টি-ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলেই হবে।
বাড়িতে বানাতে পারেন নারিশিং সিরাম। তার জন্য গোলাপের পাঁপড়ি, স্যান্ডলউড এবং সুইট আমন্ড অয়েল মিশিয়ে নিন। সঙ্গে কয়েক ফোঁটা অ্যাভোকাডো অয়েল মিশিয়ে নিতে পারলে আরও ভাল হয়।