সুন্দর জেল্লাদার ত্বক পাওয়ার জন্য নিয়মিত ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করা জরুরি। তার জন্য যে সবসময় বাজার চলতি প্রসাধনী ব্যবহার করতে হবে এমনটা নয়।
জানেন কি বাড়িতেই বানানো যায় টোনার? যা বাজার চলতি টোনারের থেরে একশো গুণ ভালো মানের। এ বার জেনে নিন কীভাব তৈরি করবেন এই টোনার।
আমলকী খুব ভালো টোনার হিসেবে কাজ করে। এতে রয়েছে ভরপুর ভিটামিন সি। সেই সঙ্গে ত্বকের জেল্লাও বাড়াতেও বিশেষ ভূমিকা নেয় এই আমলকীর টোনার।
এ দিকে এই ভিটামিনের গুণে ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়ে। ফলে ত্বকের টানটান ভাবও বজায় থাকে। ত্বক হয় জেল্লাদার ও সুন্দর।
একটি পাত্রে জল ফুটিয়ে নিন। জল টগবগ করে ফুটতে শুরু করলে তাতে আমলকীর টুকরোগুলো দিয়ে দিন। এ বার মাঝারি আঁচে ফোটাতে থাকুন।
এ বার তা ঠান্ডা করে ছেঁকে নিন। ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে রাখুন তাহলেই হবে। এরপর তা ব্যবহার করুন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন কমলালেবু টোনার। পাত্রে ৪ কাপ জল নিয়ে গরম করুন। এর মধ্য়ে শুকিয়ে রাখা পরিষ্কার কমলালেবুর খোসা যোগ করে ভালো করে ফোটান। এতে জলের রং বদলে যাবে।
জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে এলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। ঠান্ডা হলে একটি পাত্রে ঢেলে রাখুন। তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন ও অরেঞ্জ এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন।