10  March, 2024

পয়সা বাঁচিয়ে বাড়িতেই বানান হার্বাল শ্যাম্পু

credit: Pinterest

TV9 Bangla

যতদিন যাচ্ছে বাড়ছে চুল পড়ার সমস্যা। দূষণ, জীবনযাত্রা বিভিন্ন কারণে দফারথা চুলের। নানা হেয়ার ট্রিটমেন্ট করেও কাজ হচ্ছে না?

তাহলে নজর ঘোরান শ্যাম্পুর দিকে। বাজারচলতি শ্যাম্পুতে অনেকসময়ই ভাল ফল পাওয়া যায় না। শুধু তাই নয় এতে রাসায়নিক থাকতে পারে।

এই ধরনের কেমিক্যাল চুলের ক্ষতি করে। তাই বাজারচলতি শ্যাম্পু সরিয়ে বাড়িতেই বানিয়ে নিন হার্বাল শ্যাম্পু। জেনে নিন কীভাবে বানাবেন।

এই শ্যাম্পু ব্যবহার করলে সহজেই বন্ধ হবে চুল পড়া। এ ছাড়া স্ক্যাল্পের শুষ্কতার সমস্যা মিটিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে এই শ্যাম্পু।

আমলকি, রিঠা, ভৃঙ্গরাজ একসঙ্গে ভালো ভাবে গুঁড়ো করে নিন। এর সঙ্গে মেশাতে হবে মেথির গুঁড়ো । এতে অল্প জল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

 চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণটি ভাল করে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। ফল পাবেন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন তুলসী এবং অ্যালোভেরা জেল দিয়েবড় কাপের এক কাপ জলে কয়েকটি নিম পাতা দিয়ে সেদ্ধ করে নিন। মিক্সারে তুলসী পাতার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে ঘন পেস্ট করে নিন।

 এই মিশ্রণে পরিমাণমতো নিম পাতার জল এবং কোনও হার্বাল শ্যাম্পু মিশিয়ে পুরো চুলে লাগান। মিনিট ১০-১৫ চুলে লাগিয়ে রেখে দিন। তারপরে ধুয়ে ফেলুন।