21 February 2024
জবার গুণে বন্ধ হবে চুল পড়া
credit: Pinterest
চুল পড়ার সমস্যা এখন ঘরে-ঘরে। অকালে চুল পড়া রোধ করতে অনেকেই নাবা প্রসাধনী ব্যবহার করেন।
অনেকসময় তাতেও কোনও কাজ হয় না। আপনার সঙ্গেও কি ঠিক এমনটাই হচ্ছে? তাহলে নজর ঘোরাতে হবে অন্যদিকে।
চুলের জন্য ভীষণ উপকারী জবা ফুল। চুল পড়া আটকাতে ও নতুন চুল গজাতে সাহায্য করে এই ফুল।
জবা ফুলের তেলে প্রচুর মাত্রায় ভিটামিন-সি, এআলফা-হাইড্রোক্সিল অ্যাসিড থাকে যা চুলের স্বাস্থ্য ভালো করে। বাজারে জবা ফুলের তেল কিনতে পাওয়া যায়।
এটি কিনে এনেও ব্যবহার করতেই পারেন কিন্তু তাতে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে সেটা মাথায় রাখবেন। ফলে চুলের দফারফা হয়ে যেতে পারে।
তাই এর থেকে বাড়িতেই বানিয়ে নিন জবার তেল তাতে আরও ভালো ফল পাবেন। জেনে নিন কীভাবে বানাবেন এই তেল।
এই তেল বানাতে লাগবে নারকেল তেল,অলিভ অয়েল, মিলি আমন্ড অয়েল,ক্যাস্টর অয়েল, ৫ টি জবা ফুল, আমলকির রস ও নিম পাতা।
এই সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট আগুনে ফুটিয়ে নিন। এ বার তা ছেঁকে বোতলে ভরে ব্যবহার করুন।
আরও পড়ুন