21 February 2024

কীভাবে বিট ব্যবহার করলে ফিরবে ত্বকের জেল্লা

credit: Pinterest

কাজল-কালো চোখের চাহিদা মহিলা মহলে তুঙ্গে। কাজল ছাড়া এত বিন্দু চলে না অনেকেরই। কাজল ছাড়া সাজই পূর্ণ হয় না অনেকের।

বেশিরভাগ মানুষই এক্ষেত্রে বাজারচলতি কাজল ব্যবহার করেন। ভালো কাজল কিনতে হলে খসাতে হয় ভালো টাকা।

জানেন কি বাড়িতে চাইলে আপনি বানিয়ে নিতে পারেন কাজল। আর বাড়িতে বানানো কাজল একেবারেই নিরাপদ। এ বার জেনে নিন কীভাবে তৈরি করবেন।

কাজল বানাতে লাগবে ২ টেবল চামচ তিলের তেল, ১ চামচ বাদাম তেল, ক্যাস্টর অয়েল ১ চামচ, একটা লোহার বাটি। আর লাগবে কয়েকটা সুতির কাপড়ের টুকরো এবং মাটির প্রদীপ। এ বার আসা যাক কীভাবে বানাবেন সেই পদ্ধতিতে।

তেল একটি ছোট স্টিলের বাটিতে নিয়ে নিন। এর সঙ্গে তিলের তেল বা ঘি যোগ করুন। মসৃণ না হওয়া পর্যন্ত ভালোভাবে মেশান।

এরপর মিশ্রণে ক্যাস্টর অয়েল যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাটির প্রদীপে ঢেলে দিন।

এক টুকরো কাপড় সলতের মতো করে দিয়ে দিন ভেতরে। সলতের বের হওয়া অংশে আগুন ধরিয়ে দিন। উপরে রাখুন লোহার পাত্র।সরাসরি যেন আগুনের শিখার সংস্পর্শে না আসে পাত্র। ধীরে ধীরে পাত্রে জমতে থাকবে কাজল। নিজেই বুঝতে পারবেন সেটা।

পর্যাপ্ত পরিমাণ কাজল তৈরি হয়ে গেলে একটি ছোট বায়ুরোধী পাত্রে বা কাজলদানিতে স্থানান্তর করুন। পাত্র বন্ধ করার আগে কাজলকে পুরোপুরি ঠান্ডা হতে দিন।