06 February 2024

পয়সা বাঁচিয়ে বাড়িতেই বানান নাইট ক্রিম

credit: Pinterest

TV9 Bangla

ত্বক ভালো রাখতে নাইটক্রিম ব্যবহার করা জরুরি। তার জন্য যে সবসময় বাজারচলতি নাইট ক্রিম ব্যবহার করতে হবে এমনটা নয়। চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন নাইট ক্রিম।  

সারাবছরই ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। আর শীতে এই সমস্যা আর বাড়ে। তাই এইসময় ত্বকের যত্ন চাই-ই চাই।

একটা সসপ্যানে আধা কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ বিসওয়াক্স দিয়ে কম আঁচে ভালো ভাবে গলিয়ে নিন। তার পর ক্রিমটি ঠাণ্ডা করে কৌটোয় ভরে রেখে দিন।

এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে গরম করে নিন। এবার আঁচ বন্ধ করে তাতে ২ টেবিল চামচ গোলাপ জল এবং এক টেবিল চামচ গ্লিসারিন ভালও করে মিশিয়ে ঠাণ্ডা হতে দিন।

তার পর কৌটোয় ভরে রেখে দিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করুন। এই ক্রিম ত্বক হাইড্রেট ও মসৃণ করে। ত্বক ভালো রাখে।

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল আর এক চা চামচ প্রিমরোজ অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে মাখুন।

এতে ত্বক টানটান ও উজ্জ্বল হবে। ব্রণ ও ত্বকের দাগছোপ কমাতেও সাহায্য করে এই ক্রিম।  এমনকী ত্বক হলে উজ্জ্বল ও সুন্দর।

ত্বক ভালো রাখতে দারুণ কার্যকর অ্যাভাকাডো। একটি পাকা অ্যাভোকাডো নিয়ে পেস্ট করে নিন। তাতে মেশান আধ কাপ টক দই। ব্লেন্ডারে এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে মেখে নিতে পারেন।

 সপ্তাহে দু’বার এটি ব্যবহার করুন। এই ক্রিম ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বকের দাগছোপ দূর করতেও সাহায্য করে, তাই ব্যবহার করে দেখতে পারেন।