01 March, 2024

পয়স বাঁচিয়ে বাড়িতেই বানান পিল অফ মাস্ক

credit: Pinterest

TV9 Bangla

সুন্দর, উজ্জ্বল ত্বক পেতে হলে চাই বাড়তি যত্ন। এর জন্য সিটিএম অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংই যথেষ্ট নয়।

চাই বাড়তি কিছু। ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখতে পিল অফ মাস্ক ব্যবহার করা উচিত। ত্বকের ভিতরের জমে থাকা ময়লা সাফ করতে সাহায্য করে এই মাস্ক।

পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে এই মাস্ক। এ ছাড়া ত্বকের ক্লান্তি দূর করে। ফলে ত্বক সতেজ দেখায়।

তবে বাড়িতেও বানানো যায় এই মাস্ক জানেন কি? এটি বানাতে লাগবে ১ চা-চামচ জিলেটিন পাউডার, ২-৩ চামচ দুধ, ১ টেবিল চামচ মধু ও ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল।

একটি ছোট পাত্রে জিলেটিন পাউডার ও দুধ ভালভাবে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যাতে ঘন হয়।

এবার তাতে মধু ও এসেন্সিয়াল অয়েল মেশাতে হবে। এবং হালকা আঁচে গরম করে নিন। দেখবেন যাতে একেবারেই বেশি গরম না হয়।

এবার এই মিশ্রণ ঠাণ্ডা হলে মুখে লাগিয়ে নিন। চোখের চারপাশ বাদে গোটা মুখে প্রয়োগ করুন। চাইলে গলাতেও ব্যবহার করতে পারেন।

 ১০-১৫ মিনিট মতো রেখে খোসা ছাড়ানোর মতো করে তুলে নিন। এবং জল দিয়ে মুখ ধুয়ে নিন। উপকার পাবেন।