19  March, 2024

সুগার বেড়েছে? আদা খান!

credit: Pinterest

TV9 Bangla

রূপচর্চার কথা মেয়েদের সেভাবে বলতে হয় না। কিন্তু সময়ের অভবে অনেকসময়ই ঠিকমতো রূপচর্চা করা হয় না।

ফলে জেল্লা হারাতে পারে ত্বক। তাই এমন কিছু উপায় দরকার যা মানলে দ্রুত ত্বকের হাল ফিরবে। জেনে নিন কী করবেন তার জন্য।

ত্বকের জন্য ভীষণ উপকারী কিশমিশ। বিশেষ করে কিশমিশের জল। টোনার হিসেবে ব্যবহার করতে পারেন কিশমিশ।

কিশমিশ ভেজানো জলে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এতে ত্বকের যে কোনও সংক্রমণের ঝুঁকি কমায়।

এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে। এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং মুখের জেল্লা বাড়ায়। ভিটামিন সি ত্বকের নতুন কোষ গঠনেও সাহায্য করে।

বাড়িতে সহজেই বানানো যায় কিশমিশের টোনার। জেনে নিন কীভাবে বানাবেন। ৩-৪ কাপ জল নিন। এর মধ্যে ২৫০ গ্রাম কিশমিশ মিশিয়ে দিন।

এই জলটা সারারাত রেখে দিন। পরদিন সকালে এই জল ছেঁকে কিশমিশগুলো আলাদা করে দিন। খালি পেটে এই জল পান করলে প্রচুর উপকার পাবেন।

কিশমিশ ভেজানো জলে এক চামচ মধু যোগ করুন। এই মিশ্রণটা ঘন করার জন্য প্রয়োজন মতো বেসন মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটা ত্বকের উপর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।