21 February 2024

২০ টাকার গোলাপ দিয়ে পান স্বপ্নের জেল্লা

credit: Pinterest

শুধু সৌন্দর্যই নয়, গুণের শেষ নেই গোলাপের।  প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এই ফুল। ত্বক শীতল রাখার পাশাপাশি গোলাপের ভেষজ গুণ ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।

 ঠোঁটের যত্নেও গোলাপের স্ক্রাব ও ফেস প্যাক ব্যবহার করতে পারেন।  জেনে নিন এই উপকারী ফুলটি দিয়ে কীভাবে রূপচর্চা করবেন।

তাজা গোলাপের পাপড়ি জলে  ভিজিয়ে রাখুন ৩ থেকে ৪ ঘণ্টা। এরপর থেঁতো করে মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ত্বক ধুয়ে  ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিন। এর সঙ্গে মেশান মোটা দানার চিনি, নারকেল তেল ও মধু। মিশ্রণটি ঠোঁটে ঘষুন দুই মিনিট। ঠোঁটের মরা চামড়া দূর হবে।

সামান্য জল মিশিয়ে গোলাপের পাঁপড়ি বেটে নিন। এ বার অল্প দুধ ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

গোলাপ থেকে পাঁপড়ি খুলে ধুয়ে নিন। এরপর ১ কাপ জলে ফুটিয়ে নিন। পাপড়ি সাদাটে হয়ে গেলে ও জল রঙিন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।

 ঠান্ডা হলে ছেঁকে বোতলে রেখে দিন ঘরে তৈরি গোলাপজল। এটি টোনার হিসেবে ব্যবহার করুন। রোজ ব্যবহার করলে উপকার পাবেন।

ব্লেন্ডারে খানিকটা ওটস গুঁড়ো করে নিন। পরিমাণ মতো গোলাপের পাপড়ির পেস্ট ও বেসন মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নির্জীব ত্বকে ফিরবে প্রাণ।