01 February 2024

বড়িতে বানানো গোলাপ জল ব্যবহার করেই দেখুন

credit: Pinterest

TV9 Bangla

ত্বকের যত্নে অনেকেই গোলাপ জল ব্যবহার করেন। গুণের শেষ নেই এই গোলাপ জলের। তবে বাড়িতে বানানো গোলাপ জলের শেষ নেই গুণের।

তাই যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে ঘরে বানানো গোলাপ জল। ত্বকের জেল্লা বাড়াতে এর জুড়ি নেই।

পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বাড়ায় এই গোলাপ জল। এতে রয়েছে ভিটামিন সি। যা ত্বককে ভিতর থেকে প্রাণবন্ত করে তোলে।

এ বার আসা যাক বাড়িতে কীভাবে গোলাপ জল বানাবেন। প্রথমে গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে নিন। এ বার তা ভালো করে ধুয়ে নিন।

পাপড়িগুলো কাগজের উপর বিছিয়ে রাখুন। জল ঝরিয়ে শুকিয়ে নিন ভালো করে। এরপর সসপ্যানে ডিসটিলড ওয়াটার দিন।

হালকা আঁচে এই পাত্রটি বসিয়ে দিন। জল গরম হয়ে ফুটতে শুরু করলে গোলাপের পাপড়িগুলি জলে দিয়ে দিন। মাঝারি আঁচে ফোটাতে শুরু করুন।

জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে এলে রং বদলাবে। এই সময়ে আঁচ বন্ধ করে ঢাকা দিন। পাত্রটি ঠন্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

পাত্রটি ঠান্ডা হয়ে গেলে সাদা সুতির কাপড় দিয়ে তা ছেঁকে নিন। এরপর এটি একটি কাচের শিশিতে ভরে রাখুন। প্রয়োজনে এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন।