সুন্দর ঝলমলে ত্বক পেতে চাই রূপচর্চা। তাই রোজ সিটিএম অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং মাস্ট। এ ক্ষেত্রে রোজ হাতের কাছে প্রয়োজন টোনারের।
বেশিরভাগ মানুষই এক্ষেত্রে বাজার চলতি টোনার ব্যবহার করে থাকেন। কিন্তু বাড়িতেই যখন টোনার বানানো যায় তাহলে কেন পয়সা খরচ করে কিনবেন। জেনে নিন বাড়িতে কী করে টোনার বানাবেন।
চাকা চাকা করে শসা কেটে ব্লেন্ডারে পিষে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে আধ কাপ জল এবং অ্যালোভেরা জেল। এবার ভাল করে মিশিয়ে নিলেই টোনার তৈরি। শসার রস ত্বক ঠান্ডা রাখে।
সঙ্গে ত্বককে হাইড্রেটেড রাখতেও এর জুড়ি নেই। শসার রস নিয়মিত লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকেও রক্ষা করে।
১/৪ কাপ অ্যাপেল সিডার ভিনিগারে এক কাপ তাজা গ্রিন টি মেশাতে হবে। এ বার সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে।
অ্যাসিটিক অ্যাসিড এবং আলফা হাইড্রক্সি অ্যাসিডে ভরপুর অ্যাপেল সিডার ভিনিগার আলতোভাবে ত্বককে এক্সফোলিয়েট করে এবং ছিদ্রগুলিকে গভীরে গিয়ে পরিষ্কার করে।
এক কাপ জলে ২ টো গ্রিন টি-র পাউচ দিয়ে ফুটিয়ে নিতে হবে। ১৫ মিনিট থাকুক। এরপর ঠান্ডা করে রাখতে হবে বোতলে। ক্লিনজিংয়ের পর তুলো বা প্যাডে সামান্য টোনার ঢেলে আলতো হাতে পরিষ্কার করতে হবে মুখ।
গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। অতিরিক্ত তেল শুষে নেয়। এতে থাকা পলিফেনল ফ্রি র্যাডিকেলগুলিকে ধ্বংস করতে সাহায্য করে।