10 March, 2024
বাড়িতেই বানান ভিটামিন সি সিরাম
credit: Pinterest
TV9 Bangla
শরীরের জন্য ভিটামিন সিয়ের অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। শরীর সুস্থ রাখতে একাই একশো ভিটামিন সি।
তবে শুধু শরীরই নয়, ত্বক ও চুলের জন্যও ভীষণ উপকারী এই ভিটামিন। তাই অনেকেই ত্বকের জন্য ভিটামিন সি সিরাম বা মাস্ক ব্যবহার করেন।
বাজারচলতি এই সিরাম বা মাস্ক যে সবসময় ভাল কাজ করে এমনটা নয়। ভাল ফল পেতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ফেস সিরাম বা মাস্ক।
গোলাপ জলের সঙ্গে অ্যালোভেরা জেল মেশান। আর তাতে দিতে হবে ভিটামিন সি ট্যাবেলেটের গুঁড়ো ও ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস।
সামান্য জল দিয়ে মিশ্রণটি ভাল করে গুলে নিন। তারপর স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন বাড়িতে বানানো ভিটামিন সি সিরাম।
চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন এই সিরাম। তাতে দীর্ঘদিন ভাল থাকবে। আর মুখে ঠান্ডা-ঠান্ডা সিরাম স্প্রে করলে সারাদিনের ক্লান্তিও মিটবে।
একইভাবে তৈরি করে নিতে পারেন ভিটামিন সি ফেসমাস্ক। এটি বানাতে ২ টেবিল চামচ ভিটামিন সি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল এবং সামান্য জল মিশিয়ে নিন।
জলের পরিবর্তে ভিটামিন সি সিরামও ব্যবহার করতে পারেন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তার পর এই ফেস মাস্ক লাগান। মিনিট পনেরো পর মুখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন