মোটামুটি সারাবছরই লেগে থাকে ব্রণর সমস্যা। আর শীতকালে এই সমস্যা বাড়ে। তাই ত্বকের চাই সঠিক যত্ন।
ত্বকের মধ্যে রয়েছে সেবাসিয়াস গ্রন্থি। এই সেবাম নামের গ্রন্থি থেকে এক ধরনের তেল বের হয়। এটাই স্বাভাবিক প্রক্রিয়ায় ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলেই ব্রণের সৃষ্টি হয়।
এন্ড্রোজেন হরমোন ত্বকের সেবাসিয়াস গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঠালো সিবাম গ্রন্থির ছিদ্রের ভিতর ময়লা জমে যায় মাঝে মধ্যেই।
তখন ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ‘প্রোপিয়নিব্যাক্টেরিয়াম অ্যানেস’-এর বৃদ্ধি হয়। ফলে ব্রণর সঙ্গে ত্বকে জ্বালাভাব দেখা যায়। এর ফলে অনেক সময় সাদা পুঁজও বার হয় এই সমস্ত ব্রণ থেকে।
মুখের পাশাপাশি গলায় ও পিঠে ব্রণর সমস্যা দেখা দেয় অনেকের। জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?
ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে সবার আগে মুখ পরিষ্কার থাকা উচিত। ত্বকে ময়লা জমে থাকলে এই সমস্যা বাড়বে।
গলায় ব্রণ হলে ব্যবহার করতে পারেন চন্দন। আদিযুগ থেকে ব্রণর চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে চন্দন।
এক্ষেত্রে চন্দন বেটে লাগালে কাজ হবে। জলের সঙ্গে চন্দন মিশিয়ে ব্রণযুক্ত স্থানে লাগান। উপকার পাবেন।