06 March, 2024

ব্যাকলেস জামা পরতে লজ্জা? পিঠের ট্যান তুলুন কয়েক সেকেন্ডে

credit: Pinterest

TV9 Bangla

শুধু মুখেই নয়, সান ট্যান কিন্তু পড়ে শরীরের অন্যান্য অংশেও। বিশেষ করে পিঠে ট্যান বেশি পড়তে দেখা যায়।

যে কারণে পিঠ খোলা জামা বা ব্লাউজ পড়তে দ্বিধাবোধ করেন অনেকে। আর চিন্তা নেই! ঘরোয়া উপায়ে পিঠের ট্যান তুলুন। জেনে নিন সহজ পদ্ধতি।

পিঠের ট্যান দূর করতে চিনি, লেবু এবং কলা দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। লেবু, কলা এবং চিনি এই তিন উপাদান ভালভাবে মিশিয়ে নিন। তারপর তা দিয়ে পিঠে স্ক্রাব করুন।

 পিঠের ট্যান তুলতে ব্যবহার করতে পারেন ওটমিল ও দুধ। ওটমিল এবং দুধের মিশ্রণটি দিয়ে পিঠে স্ক্রাব করুন, এতে পিঠের ট্যান দূর হবে এবং ত্বকও নরম হবে।

 এ ছাড়া পিঠের ট্যান তুলতে দারুণভাবে সাহায্য করে আলুর রস। একটি পাত্রে আলুর রস নিয়ে তা পিঠে লাগিয়ে নিন। কাজ হবে।

একটি পাত্রে বেসন নিন। তাতে আধা চামচ হলুদ গুঁড়ো মেশান। এই পাউডারে কয়েকটি কেশর দিন, তারপরে এতে মধু মেশান।

শেষে যোগ করুন দুধ। এ বার এটি দিয়ে ভালভাবে পেস্ট তৈরি করে নিন। এরপর, এই মিশ্রণটি পিঠে লাগান। পাঁচ মিনিট পিঠে স্ক্রাব করুন, তারপরে ধুয়ে ফেলুন।

পিঠের কালো দাগ দূর করতে মুসুর ডাল বাটার সঙ্গে টকদই ও লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। সপ্তাহে দু'দিন করলেই পিঠের কালো দাগ দূর হবে!