26 March, 2024

হোলির রঙ ওঠান ৫ মিনিটে

credit: Pinterest

TV9 Bangla

কেটে গিয়েছে দোল। তবে তার ছাপ এখনও রয়ে গিয়েছে। গায়ে-হাতে লেগে রঙ।

অনেক কসরত করেও রঙ  উঠছে না তো? পরদিন অফিস যাবেন কী করে ভাবছেন? রইল কিছু সহজ উপায়।

রঙ তুলতে দারুণ ভাবে সাহায্য করে টকদই। সাবার ঘষে রঙ তুলতে যদি ব্যর্থ হন তবে ভরসা রাখুন এই দইয়ে।

শরীরে যেসব অংশে রঙ রয়েছে সেখানে টকদই লাগিয়ে নিন। এ ভাবে ১৫-২০ মিনিট রেখে দিন।

এরপর পরিষ্কার জল দিয়ে ঘষে নিন। দেখবেন সব রঙ উঠে গিয়েছে নিমেষে। এরপর মুখে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।

এ ছাড়া রঙ তুলতে ব্যবহার করতে পারেন টমেটো। এতে লাইকোপিন রয়েছে, যা রঙ তুলতে সাহায্য করে।

কয়েক টুকরো টমেটো কেটে নিন। এরপর তা মুখে ঘষে নিন। দেখবেন সব রঙ উঠে এসেছে।

একই ভাবে ব্যবহার করতে পারেন পাতিলেবু। এতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড রঙ তুলতে সাহায্য করে।