04 March, 2024

বিয়েবাড়ির থেকে ফিরে কীভাবে মেকআপ তুলবেন?

credit: Pinterest

TV9 Bangla

মেকআপ করতে ভালবাসেন অনেকেই। নিজেকে নিত্যনতুন সাজে সাজিয়ে তুলতে কম কসরত করেন না মহিলারা।

শুধু মেকআপ করলেই কিন্তু হবে না। তার পাশাপাশি ত্বকের সঠিক যত্ন নেওয়া কিন্তু জরুরি। বিশেষ করে মেকআপ তোলার সময় বিশেষ নজর দিতে হবে।

অনেকেই মেকআপ করার পর ভাল করে মুখ পরিষ্কার করেন না। এতে বারোট বাজে ত্বকের। মেকআপ ত্বকে জমতে থাকলেই বিপদ।

মেকআপ তুলতে প্রথমে ভিজে টিস্যুপেপার বা মেকআপ রিমুভাল ওয়াইপস ব্যবহার করুন। আগে তা দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নেবেন।

এরপর  ফেসওয়াশ ব্যবহার করুন। নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করুন। তাতে ত্বকও সুস্থ থাকবে আর মেকআপ তুলতেও কোনও সমস্যা হবে না।

মেকাআপ তোলার সময় ত্বকে কোনওরকম ঘষাঘষি করবেন না। তাতে ত্বকের ক্ষতি হতে পারে। আলতো হাতে মুখ পরিষ্কার করুন।

আই মেকআপ তুলতে বেবি অয়েল ব্যবহার করতে পারেন। এই ধরনের তেল ত্বকের কোনও ক্ষতি করে না। তাই ব্যবহার করলে কোনও অসুবিধা নেই।

মেকআপ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। মেকআপ করলে ত্বকে অনেকসময় শুষ্কতার সমস্যা দেখা যায়। তাই এরপর ময়েশ্চারাইজার ব্যবহার না করলে বিপদে পড়বেন।