28 March, 2024
রিমুভার ছাড়াই নেলপালিশ তুলবেন যে ভাবে
credit: Pinterest
TV9 Bangla
লম্বা-লম্বা নখে নেলপালিশ পরতে বেশ পছন্দ করেন মহিলারা। আর নেলপালিশ পরলে তুলতেও হয়।
আর এই কাজটি করে রিমুভার। কিন্তু হঠাৎ নেলপালিশ পরতে গিয়ে যদি দেখেন রিমুভার শেষ? চিন্তা নেই জেনে নিন রিমুভার ছাড়া নেলপালিশ তুলবেন কীভাবে।
লেবুর রস ও ভিনিগার, বাঙালির রান্নাঘরে এই দুটো উপাদান সবসময় থাকে। যে কোনও জেদি দাগ তুলতে লেবু ও ভিনিগার দারুণ কার্যকর। সেখানে নেলপলিশও ব্যতিক্রম নয়।
একটি পাত্রে লেবুর রসের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে আঙুলগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর তুলো দিয়ে ঘষে দিলেই নেলপলিশ উঠে যাবে।
যে কোনও অ্যালকোহল যুক্ত পণ্য দিয়ে আপনি নেলপলিশ তুলতে পারেন। যে কারণে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হয়েছে।
এ ছাড়াও বাড়িতে ভদকা বা হোয়াইট রাম থাকলেই আপনার নেলপলিশ উঠে যাবে। তুলোর বলে অ্যালকোহল নিয়ে নখের উপর ঘষে দিন। দেখবেন নেলপলিশ উঠে গিয়েছে।
নেলপলিশ রিমুভার শেষ তো কী হয়েছে! বাড়িতে নিশ্চয়ই টুথপেস্ট রয়েছে। সেটাকেই নেলপলিশ রিমুভার হিসেবে কাজে লাগান। একটি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন। এবার সেটা নখের উপর ঘষে নিন। দেখবেন নেলপলিশ উঠে গিয়েছে।
পুরনো নেলপলিশের রঙ দূর করতে নতুন নেলপলিশ ব্যবহার করুন। পুরনো নেলপলিশের উপর নতুন নেলপলিশের প্রলেপ দিন। এতে পুরনো নেলপলিশ নরম হয়ে উঠে যাবে।
আরও পড়ুন