কানে জল ঢুকেছে? রইল উপায়

17 September 2023

সাঁতার কাঁটা কিংবা স্নান করতে গিয়ে অনেক সময় কানে জল ঢুকে যায়। আর একবার কানের মধ্যে জল ঢুকলেই শুরু হয়ে যায় ভোঁ ভোঁ শব্দ

 ফলে খুব অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। কানে জল জমলে আরও বড় সমস্যা হতে পারে। তাই জানতে হবে বের করার উপায়

এর ফলে কানে পুঁজ, রক্তপাত, সংক্রমণের মতো সমস্যা হতে পারে। তাই জানুন কীভাবে সহজেই কান থেকে জল বের করবেন

কানের লতি ধরে ঝাঁকান। এই পদ্ধতিতে খুব সহজেই কান থেকে জল বেরিয়ে আসবে। যে কানে জল ঢুকেছে সেই দিকে মাথা কাত করে কানের লতি ধরে নাড়ান

যে কানে জল ঢুকেছে সেই দিকে পাশ ফিরে শুতে হবে। এরপর কানের নীচে তোয়ালে রেখে দিন। এবং অপেক্ষা করুন কিছুক্ষণ

কয়েক মিনিটের জন্য শুয়ে থাকুন।  বা কান ধরে ঝাঁকিয়ে নিন। দেখবেন কান থেকে গরম জল ধীরে-ধীরে বেরিয়ে আসবে। মুছে নিলেই কাজ শেষ

ব্লো ড্রায়ারের তাপ কানের ভেতরে থাকা জলকে বাষ্পে পরিণত করতে সহায়তা করবে। তবে ব্লো ড্রায়ার ব্যবহার করার সময় অবশ্যই কান থেকে প্রায় এক ফুট দূরে ধরে রাখবেন

 এবং ড্রায়ারের লোয়েস্ট সেটিংটি ব্যবহার করবেন। কানের লতি হালকা টেনে ধরে হেয়ার ড্রায়ারের উষ্ণ বাতাস  কানের ভেতরে ঢুকতে দিন