02 January 2024

রান্নার গ্যাসের খরচ অর্ধেক হয়ে যাবে, মানলে এই টিপস

TV9 Bangla

Credit- Pinterest

প্রতিমাসে রান্নার গ্যাসের খরচ বাড়ছে। বড় সংসারে তো এই খরচ অনেকটাই পড়ে যায়। তবে গ্যাস ছাড়া তো দিন চলবে না।

তাই অগত্যা চড়া দামে গ্যাস কিনতেই হয়। অনেক বাড়িতে রান্নার গ্যাস খুব তাড়াতাড়ি ফুরিয়েও যায়। এতে সমস্যা বাড়ে আরও।

তবে উপায় রয়েছে যা মানলে আপনিও সহজেই গ্যাস সাশ্রয় করতে পারবেন। এতে গ্যাসের খরচ অর্ধেক হয়ে যাবে আপনার।

প্রতিমাসে রান্নার গ্যাসের খরচ বাড়ছে। বড় সংসারে তো এই খরচ অনেকটাই পড়ে যায়। তবে গ্যাস ছাড়া তো দিন চলবে না।

সবসময় ঢাকা দিয়ে রান্না করুন। এতে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং গ্যাসও খরচ হবে কম। আর রান্নাও হবে সুস্বাদু।

 রান্না শুরু করার আগে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কেটেকুটে হাতের কাছে রেখে দিন।তাতে রান্না করার সময় বাঁচবে এবং রান্নার গ্যাস সাশ্রয় হবে।

মাঝারি আঁচে রান্না করুন। তাহলে গ্যাস তো সাশ্রয় হবেই আর খাবার পুড়ে যাওয়ারও কোনও সম্ভাবনা থাকবে না।

এ ছাড়া প্রেসার কুকারে রান্না করলে খাবার সহজে সেদ্ধ হয়ে যাবে ফলে আর বেশি গ্যাসও খরচ হবে না। তাই প্রেসার কুকার ব্যবহার করুন।