20 February 2024

একটু বড় হলেই নখ ভেঙে যায়? রইল উপায়

credit: Pinterest

TV9 Bangla

একটু বড় হলেই নখ ভেঙে যাচ্ছে? প্রয়োজনীয় পুষ্টির অভাবে এমনটি হতে পারে। আবার জলের ঘাটতিতে ভুগলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। নখ শক্তিশালী করার কিছু টিপস জেনে নিন।

শক্তিশালী ও স্বাস্থ্যকর নখের জন্য ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড জরুরি। এছাড়া ডায়েটে প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, সি, এবং ই এবং ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো খনিজগুলো রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস, মাছ, ডিম নখের শক্তি বাড়ায়।

নখের নমনীয়তা বজায় রাখতে এবং ভঙ্গুর হওয়া রোধ করতে সঠিক হাইড্রেশন অপরিহার্য। নখ ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সারা দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।

 পাশাপাশি নিয়মিত ময়শ্চারাইজিং হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল লাগালে নখ এবং আশেপাশের ত্বক হাইড্রেট থাকবে। এতে নখ ভাঙার ঝুঁকি কমবে।

রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার কিংবা অত্যধিক ফাইলিং এড়িয়ে চলুন। নখ খুব বেশি লম্বা করবেন না। ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতে নিয়মিত ট্রিম করুন।

 প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অলিভ অয়েল ঘষে নিন নখে। অলিভ অয়েলে থাকা ভিটামিন-ই নখে পুষ্টি যোগাবে ও শক্ত করবে নখ। নারকেল তেল মালিশ করলেও উপকার পাবেন।

গৃহস্থালির কাজ করার সময় গ্লাভস পরে নিন।  বাসন বা জামাকাপড় পরিষ্কারের জন্য ব্যবহৃত রাসায়নিকযুক্ত সাবান চোখের স্বাস্থ্যের ক্ষতি করে।

 ডিটারজেন্টে থাকা রাসায়নিক নখকে দুর্বল করতে পারে। জলের সংস্পর্শ নখের ভঙ্গুরতার কারণ হতে পারে।ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে নখ পরিষ্কার এবং শুকনো রাখুন। তাহলেই সুন্দর হবে নখ, আর ভাঙারও ঝুঁকি থাকবে না।