এভাবে কলা রাখলে আর পচবে না

19 September 2023

কলা একটি উপকারী ফল। তাই অনেকেই নিয়মিত কলা খান। যেহেতু রোজ খাওয়া হয়, তাই একদিন বেশি করে কলা কিনে কয়েকদিন ধরে খাওা হয় বেশিরভাগ বাড়িতেই

এর যেমন সুবিধা রয়েছে তেমনই রয়েছে অসুবিধাও। কারণ অনেকসময়ই এভাবে কলা রাখলে কালো হয়ে পচে যায়। তাই জানুন কীভাবে সংরক্ষণ করলে ভাল থাকবে

পাকা কলার উপরের অংশ পাতলা প্লাস্টিকে মুড়ে রাখুন। চাইলে ফ্রিজে রাখতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন। অসুবিধা নেই

 চাইলে কাঁদিসহ কলা এভাবে রাখতে পারেন। আবার আলাদা করেও রাখা যায়। এতে ৪-৫ দিন পর্যন্ত ভালো থাকবে পাকা কলা

পাকা কলা স্লাইস করে পেপারে বিছিয়ে ফ্রিজে রাখুন। একটার সঙ্গে যেন অন্যটা লেগে না যায় সেদিকে লক্ষ রাখবেন। ২ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে মুখবন্ধ পাত্রে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন

 ৩ থেকে ৪ মাস পর্যন্ত ভালো থাকবে কলা। খোসাসহ আস্ত কলা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। সেক্ষেত্রে একটি জিপলক ব্যাগে খোসাসহ কলা ঢুকিয়ে ভেতর থেকে বাতাস বের করে দিন

 ব্যাগসহ কলা রাখুন ফ্রিজে। ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। কাঁচা কলা পাকাতে চাইলে কয়েকটি কলা একটি ব্রাউন ব্যাগে নিয়ে ব্যাগের মুখ বন্ধ করে দিন। ব্যাগটি জানালার আশেপাশে বা রোদ পড়ে এমন স্থানে রাখুন

 ধীরে ধীরে পেকে যাবে।অতিরিক্ত পাকা কলা সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে করে ফ্রিজে রাখুন। একটি ব্যাগে একটি কলা রাখবেন। কলার খোসা অতিরিক্ত কালচে হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখতে পারেন