23 January 2024

কাঁচালঙ্কা দীর্ঘদিন টাটকা রাখতে চান?

credit: Pinterest

TV9 Bangla

ঝাল খেলে পছন্দ করেন? ভাতের পাতে লঙ্কা চিবিয়ে খান? তবে তো সারাক্ষণ বাড়িতে মজুত রাখতে হয় কাঁচালঙ্কা। তবে দীর্ঘদিন কাঁচালঙ্কা রেখে দিলে তা নষ্ট হয়ে যায়।

তাহলে কী করবেন? এমন কয়েকটি উপায় জেনে রাখুন যাতে লঙ্কার সতেজতার মেয়াদ আরও একটি বাড়িয়ে নেওয়া যায়।

কাঁচালঙ্কা দীর্ঘদিন সতেজ রাখতে সবার আগে সেগুলির বোঁটাগুলো ফেলে দিন। তারপর সেগুলি সংরক্ষণের কাজ শুরু করুন। এক্ষেত্রে কয়েকটি উপায় রয়েছে। প্রথমে যে কাজটি করতে পারেন তার জন্য জিপলক ব্যাগের ব্যবহার।

এই ধরনের ব্যাগে লঙ্কা ভরে তা থেকে অতিরিক্ত বাতাস বার করে দিন। তারপর সেটি ফ্রিজে রেখে দিন। প্রতিবার যখন লঙ্কা ব্যবহার করবেন, একইভাবে বাতাস বের করে জিপব্যাগগুলি রেখে দেবেন।

বাজারে এয়ারটাইট কন্টেনার পাওয়া যায় তেমন একটি কন্টেনারে কাঁচালঙ্কা রেখে দিতে পারেন। প্রথমে কন্টেনারের নিচে একটি শুকনো এবং পরিষ্কার কাপড় রেখে দিন। তারপর বোঁটা ছাড়ানো লঙ্কাগুলো রেখে দিন।

উপর থেকে আরকেটি কাপড় দিয়ে ঢেকে দিন। এতে প্রায় ২০ থেকে ২৫ দিন পর্যন্ত কাঁচালঙ্কাগুলি ভাল থাকতে পারে। আর কোনওরকম গন্ধও হবে না।

অনেকে কাঁচালঙ্কা সংরক্ষণ করতে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন। এর জন্য কী করতে হবে? একটি প্লেটে বোঁটা ছাড়ানো লঙ্কাগুলি রাখুন। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গোটা প্লেটটি ভালভাবে ঢেকে দিন।

এ বার প্রায় ছয় থেকে সাত ঘণ্টার জন্য প্লেটটি ফ্রিজারে রেখে দিন। তারপর প্লেটটি বের করে লঙ্কাগুলি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখুন। এতে প্রায় দু’মাস পর্যন্ত কাঁচালঙ্কা ভাল থাকে।