বইয়ের প্রতি ভালবাসা রয়েছে এমন লোকের অভাব নেই। আর তাই বাড়ি ভর্তি তাঁদের বই। তবে শুধু বই রাখলেই তো হয় না। বইয়ের যত্নও নিতে হয়। আর বর্ষায় আরও বেশি করে
কারণ বর্ষায় বইয়ে ঘুণ ধরে যায়। তবে উপায় আছে যা মানলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? জানুন কীভাবে বইয়ের যত্ন নেবেন
কাগজ বর্ষাকালে একটু স্যাঁতসেঁতে হয়ে থাকে। এই ড্যাম্পের হাত থেকে বইগুলো বাঁচাতে রোদে দেওয়া জরুরি। রোদে দিলে বইয়ে ঘুণ ধরার আশঙ্কা থাকবে না। তবে বেশিক্ষণ চড়া রোদে বই রাখবেন না। তাতে ক্ষতি হবে
বর্ষার সময় বইয়ে পোকামাকড় অথবা উই ধরার আশঙ্কা থাকে। বইয়ের পাতার ভাঁজে নিমপাতা কিংবা শুকনো লঙ্কা রেখে দিন। এতে বইতে পোকা ধরার ঝুঁকি কমবে
বইয়ের র্যাকে ন্যাপথলিন অথবা কর্পূরও রাখতে পারেন। ন্যাপথলিনের তীব্র গন্ধে পোকামাকড় দূরে পালাবে। বইয়ের স্যাঁতসেঁতে গন্ধও দূর হবে
মাঝেমাঝে বইগুলো আলমারি থেকে নামিয়ে আলো-বাতাস খেলে এমন জায়গায় রাখুন। খুব স্যাঁতসেঁতে জায়গায় বই রাখবেন না, খুব চাপাচাপি করে রাখাও ঠিক নয়
অপরিচ্ছন্ন হাতে বই ধরবেন না। এতে ধুলো লেগে বইয়ের পাতা ময়লা হবে, আর পোকামাকড়ও বাসা বাঁধবে। তাছাড়া, অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যেস থাকে
কিন্তু বইয়ের পাতায় লেগে থাকা খাবারের দাগ সহজে ছাড়ে না, আর তার ফলে নানা পোকামাকড় এবং পিঁপড়ের উপদ্রব হতে পারে। তাই পরিষ্কার হাতে বই ধরুন