এতে রং চটে যেতে পারে। ঠান্ডা জল দিয়েই সুতির পোশাক কাচুন। আর, লিক্যুইড সাবানে সুতির পোশাক কাচতে পারলে সবচেয়ে ভাল
সুতির পোশাক সব সময় উল্টো করে ধোয়া ভাল। অবশ্যই সাবান জলে। এতে দীর্ঘ দিন টিকে থাকবে জামাকাপড়ের রং। আর রঙ জ্বলবেও না
সুতির পোশাক প্রথম বার ধোওয়ার সময় তা থেকে অনেকটা রং বেরিয়ে যায়। তাই প্রথম বার কাপড় ধোয়ার আগে নুন জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবান জলে কাচুন। এতে কাপড়ের রং টিকে থাকবে
ওয়াশিং মেশিনে সুতির কাপড় কাচলে, সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। এতে কাপড়ের রং চটবে না, আর পোশাকের উজ্জ্বলতাও বজায় থাকবে। তবে সুতির জামাকাপড় মেশিনে ধোয়ার চেয়ে, হাতে ধোয়াই ভাল
মেশিন ড্রায়ারগুলি সুতির জামাকাপড় আরও রুক্ষ করে তুলতে পারে এবং রং চটাতে পারে। তাই প্রাকৃতিক হাওয়ায় পোশাক শুকানো সবচেয়ে ভাল। এতে দীর্ঘ দিন কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে
মেশিন ড্রায়ারগুলি সুতির জামাকাপড় আরও রুক্ষ করে তুলতে পারে এবং রং চটাতে পারে। তাই প্রাকৃতিক হাওয়ায় পোশাক শুকানো সবচেয়ে ভাল। এতে দীর্ঘ দিন কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে