05 March, 2024
এ ভাবে রাখলে কোনওদিন নষ্ট হবে না লিপস্টিক
credit: Pinterest
TV9 Bangla
লিপস্টিক ছাড়া মেয়েদের সাজ যেন সম্পূর্ণ হয় না। অফিস হোক কিংবা বিয়েবাড়ি ঠোঁটে লিপস্টিক কিন্তু মাস্ট।
তাই মেয়েদের ড্রেসিং টেবলে অগন্তি লিপস্টিক আপনি খুঁজলেই পাবেন। শুধু মনের মতো লিপস্টিক কিনলেই হবে? চাই তার সঠিক যত্ন।
নইলে কিছুদিনের মধ্যেই লিপস্টিক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এত দাম দিয়ে কেনা লিপস্টিক নষ্ট কেন হতে দেবেন?
যখন হাতের কাছেই রয়েছে কিছু সহজ উপায়। যা মানলে দীর্ঘদিন সভাল থাকবে আপবার সাধের লিপস্টিক। জেনে নিন সে সব উপায়।
লিপস্টিক ফ্রিজে রাখার চেষ্টা করুন। বিশেষ করে গরমকালে। অতিরিক্ত তাপমাত্রায় লিপস্টিক অনেকসময় নষ্ট হয়ে যায়।
লিক্যুইড লিপস্টিক ফ্রিজে না রাখলেও চলবে। যদি লিক্যুইড লিপস্টিক শুকিয়ে যায়, তাতে ফেস সিরাম দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে পারেন।
এতে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে লিপস্টিক। আর লিক্যুইড লিপস্টিক ব্যবহার করার পর ঢাকনা সবসময় ভাল করে বন্ধ করবেন।
নইলে তাতে বাতাস ঢুকে লিপস্টিককে সময়ের আগে শুকিয়ে দেবে। তাতে ব্যবহার করতে আপনার অসুবিধা হতে পারে।
আরও পড়ুন