26 March, 2024
রঙ খেলে বারোট বেজেছে ত্বকের? রইল উপায়
credit: Pinterest
TV9 Bangla
হোলিতে চুটিয়ে রঙ খেলেছেন? বারোটা বেজেছে তো ত্বকের? এ বার জেনে নিন কীভাবে যত্ন নেবেন।
রঙে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো থাকে যা ত্বকের ক্ষতি করে। ফলে রঙ খেলার পর প্রয়োজন ত্বকের সঠিক যত্ন।
রঙ খেলার পরদিন অবশ্যই ত্বকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। বেশি করে জল পান করুন।
এ ছাড়া ব্যবহার করুন টকদই। একটি পাত্রে টকদই ফেটিয়ে নিন। তারপর তা মুখে লাগিয়ে নিন।
পাশাপাশি ব্যবহার করতে পারেন দুধের সর। রঙ খেললে এমনিতেই ত্বক রুক্ষ হয়ে যায়, দুধের সর ত্বককে নরম করতে সাহায্য করবে।
একইভাবে কাজ দেবেন বেসন ও মধু। একটি বাটিতে বেসন নিন। তাতে মধু দিন। মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন পাতিলেবু। ট্যান তুলে মুখ পরিষ্কার করতে সাহায্য করে লেবু।
পাশাপাশি অবশ্যই সিটিএম, অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করবেন নইলে ত্বকের সঠিক যত্ন হবে না।
আরও পড়ুন