01 March, 2024

সাদা জামাকাপড়ের যত্ন নেবেন যেভাবে

credit: Pinterest

TV9 Bangla

সাদা পোশাকের প্রতি টান অনেকেরই থাকে। শপিং করতে গিয়ে সাদা পোশাক দেখলেই থমকে যাওয়ার অভ্যাসও নতুন নয়।

সাদা পোশাক দেখতে সুন্দর লাগলেও, এর যত্ন করা কিন্তু সহজ নয়। সঠিক যত্ন না করলে নষ্ট হয়ে যায় সাদা জামাকাপড়।

অনেকেই হয়তো জানেন না যে, কয়েকটি সহজ উপায় জানলেই সাদা জামাকাপড় নতুনের মতো ঝকঝকে থাকে দীর্ঘদিন। কী সেই উপায়? জেনে নিন ঝটপট।

সাদা পোশাক সম্পূর্ণ আলাদা ধুতে হবে। অন্যান্য পোশাকের সঙ্গে একে মেশালে চলবে না। তাই ধোয়ার সময় এই বিষয়টি মাথায় রাখবেন।

সাদা পোশাক ধোয়ার সময় তরল সাবান ব্যবহার করতে পারেন। সার্ফের গুঁড়ো অনেকসময় সাদা জামাকাপড় নষ্ট করে দিতে পারে।

সাদা কাপড়ে দাগ লাগে বেশি। এই দাগ তুলতে লেবুর রস ব্যবহার করতে পারেন। তাতে দ্রুত ফল পাবেন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডাও। দাগযুক্ত স্থানে বেকিং সোডা ঘষে নিন। তারপর ভাল করে ধুয়ে নিলেই কাজ শেষ।

সাদা পোশাক সবসময় হালকা গরম জলে ধোবেন। তাতে এর রঙ ও জেল্লা কখনও ফিঁকে হবে না। আর জামার দাগও উঠবে সহজে।