জাঁকিয়ে পড়েছে শীত। এক কথায় ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। আর ঠান্ডা থেকে বাঁচার একমাত্র ভরসা সোয়েটার বা উলের জামাকাপড়।
তবে শুধু উলের জামাকাপড় ব্যবহার করলেই চলবে না। জামাকাপড়ের সঠিক যত্নও করতে হবে। নইলে জেল্লা হারাবে সাধের পোশাক। জেনে নিন কীভাবে যত্ন করলে ভালো থাকবে শীতের জামাকাপড়।
মাঝে মাঝে উলের জামাকাপড় রোদে রাখুন। পোকামাকড়ের উপদ্রব কম হবে। আর শীতের পোশাক দীর্ঘদিন আলমারিতে থাকার ফলে যে গন্ধ হয়, সেটাও অনেকটা কমবে।
শাল একবার ব্যবহার করে অন্তত ২৪ ঘণ্টা হ্যাঙারে ঝুলিয়ে রাখলে ভাঁজ বা কুঁচকে যাওয়া জায়গাগুলো ঠিক হয়ে যাবে। পর পর দু’দিন এক উলের জামা না পরলেই ভালো।
শীতের জামাকাপড় প্লাস্টিকের ব্যাগে ভরে আলমারিতে রেখে দিন। তবে মনে রাখবেন, পোশাকের ফাঁকে ফাঁকে ন্যাপথলিন বল ছড়িয়ে দিতে হবে। পেপার ব্যাগের মুখটা আটকে দিলে ভালো। ভিজে বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না।
স্টিম দিয়ে প্রেস করার চেষ্টা করুন। গরম ইস্ত্রি সরাসরি না লাগানোর চেষ্টার করুন। প্রয়োজনে উলের পোশাক উল্টে নিয়ে তার উপর সুতির কাপড় রেখে ইস্ত্রি করুন।
উলের পোশাক পরে হেয়ার স্প্রে, মেকআপ, কোলন বা পারফিউম লাগাবেন না। কারণ, এতে দাগ হয়ে যেতে পারে। উলের পোশাকে নেভি বা অন্যকোনো জিনিস পড়ে দাগ হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন। সাবান জলে ডোবানো স্পঞ্জ এবং নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।
শীতের পোশাক ধোয়ার সমস্যা দেখা দিলে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন। স্যুট পরিষ্কার করার জন্য যে ব্রাশ ব্যবহার করা হয় তাও ব্যবহার করতে পারেন।