বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়ে বলিরেখার সমস্যা। যতদিন যায় এই সমস্যা আরও বাড়তে থাকে। অনেকে আবার কম বয়সেই এই সমস্যার শিকার হন।
চোখের চারপাশে যদি বলিরেখা বা কুঁচকানো রেখা দেখা যায় তাহলে তা অস্বস্তিকর হয়ে ওঠে। অল্প বয়সে এটি মুখের সৌন্দর্যও নষ্ট করে। বিভিন্ন কারণে চোখের চারপাশে বলিরেখা হতে পারে।
রোদে বেশি সময় থাকলে সূর্য রশ্মির কারণে এই সমস্যা হয়। অনেকের ঘনঘন চোখ ঘষার অভ্যাস থাকে। এই কারণেও বলিরেখার সমস্যা হয়।
বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়ে বলিরেখার সমস্যা। যতদিন যায় এই সমস্যা আরও বাড়তে থাকে। অনেকে আবার কম বয়সেই এই সমস্যার শিকার হন।
ধূমপানের কারণেও এই সমস্যা হতে পারে। অতিরিক্ত চোখ-মুখ কোঁচকানোর জন্যও এই সমস্যা হয়। এ বার আসা যাক কী করে মুক্তি পাওয়া যাবে।
আনারসে থাকে ব্রোমেলিন। যা বলিরেখা দূর করতে সাহায্য করে। বলিরেখাযুক্ত স্থানে আনারসের রস লাগালে কাজ হবে। ১০ মিনিট এই রস লাগিয়ে ধুয়ে ফেলুন।
শসা ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি বলিরেখা কমাতেও সহায়তা করে। এছাড়া শসা ডার্ক সার্কেল হ্রাস করতেও খুব কার্যকর।
ক্যাস্টর অয়েল দিয়ে চোখে ম্যাসাজ করলে চোখের চারপাশের বলিরেখা দূর হয়। ক্যাস্টর অয়েল দিয়ে আলতো করে মুখে ম্যাসাজ করুন। এটি ত্বকের কোলাজেন বাড়ায় এবং বলিরেখা কমায়।
এ ছাড়া দইয়ের সঙ্গে লেবুর রস লাগিয়ে ব্যবহার করলেও কাজ হবে। এতে বলিরেখা কমে। পাশাপাশি ত্বক হয় পরিষ্কার ও জেল্লাদার।