03 March, 2024

আমলকির তেলেই বন্ধ হবে চুল পড়া

credit: Pinterest

TV9 Bangla

অতিরিক্ত চুল পড়ছে? কোনও মতেই বন্ধ হচ্ছে না চুল পড়া? তাহলে সব ছেড়ে ভরসা রাখুন আমলকির তেলে।

চুলের জন্য ভীষণই উপকারী আমলকি। ফাইটো-নিউট্রিয়েন্ট, ভিটামিন ও মিনারেলের মতো জরুরি পুষ্টি গুণ রয়েছে এতে।

 এই সব উপাদান স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।ফলে চুল মজবুত হয়। পাশাপাশি চুলের আর্দ্রতা বজায় থাকে।

এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। চুলে আমলকির তেল লাগাতে পারেন। শ্যাম্পু করার আগে চুলে ভাল করে এই তেল মালিশ করে নিন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন আমলকির রস। এই রস চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়া একেবারেই কমে যায়।

আমলকি থেঁতো করে নিন। এ বার সেই রস স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগান। এতে স্ক্যাল্পে কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকবে না। এবং বন্ধ হবে চুল পড়াও।

এ ছাড়া আমলকি পাউডার জলে গুলে ব্যবহার করলেও কাজ হবে। একটি পাত্রে হালকা গরম জল নিন। তাতে আমলকি পাউডার মিশিয়ে চুলে লাগিয়ে নিন।

চুলের অকালপক্কতা রোধ করতেও সাহায্য করে আমলকি। এর জন্য গরম জলে আমলকি ফুটিয়ে নিন। এ বার জলটা ছেঁকে বোতলে ভরে ব্যবহার করুন।