17  March, 2024

গরমে ত্বককে বশ করুন এই তেল দিয়ে

TV9 Bangla

credit: Pinterest

ত্বকের যত্নে অনেকেই আজকাল ফেস অয়েল ব্যবহার করেন। প্রচুর ফেস অয়েল এখন বাজারে পাওয়া যায়।

কিন্তু শুধু এই তেল ব্যবহার করলেই হবে না। বেছে নিতে হবে এমনকিছু যা ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাবে।

আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে অ্যাপ্রিকট অয়েল। ত্বক সুস্থ রাখতে খুবই উপকারী অ্যাপ্রিকট অয়েল। ত্বকের জেল্লা বাড়ায়, ত্বক ময়েশ্চারাইজ করে, ব্রণর সমস্যা কমায়।

শুধু তাই-ই নয়, ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড।

এ ছাড়াও, অ্যাপ্রিকট অয়েল অ্যান্টি-এজিং, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ। এই সব গুণাগুণের কারণেই ত্বকের যে কোনও সমস্যার সমাধান করতে পারে এই তেল।

প্রথমে মুখ ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। হাতে কয়েক ফোঁটা অ্যাপ্রিকট অয়েল নিয়ে বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন খানিকক্ষণ।

 সারারাত রেখে দিন। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এই তেল ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

পাশাপাশি ক্লিনজ়ার হিসেবেও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।