সারাবছরই ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। আর শীতে এই সমস্যা আর বাড়ে। তাই এইসময় ত্বকের যত্ন চাই-ই চাই।
আর এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে অ্যাভোকাডো। শীতে রুক্ষ, শুষ্ক ত্বকের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে অ্যাভোকাডো তেল।
তুলোয় করে অ্যাভোকাডো তেল নিয়ে তা সারা মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে ত্বকের রুক্ষ্মভাব তো দূর হবেই সঙ্গে মিটবে ব্রণর সমস্যাও।
হলুদ ও অ্যাভোকাডো তেলের ফেসপ্যাক ব্যবহার করলেও কাজ হবে। প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে মেশান অ্যাভোকাডো তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান।
এ বার এই প্যাকটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে একদিকে যেমন ত্বকের রুক্ষ্মভাব দূর হবে। তেমনই ত্বকে কোনও রকম সমস্যা থাকলে তাও দূর হবে চোখের নিমেষে।
অ্যাভোকাডো তেল ও ল্যাভেন্ডার অয়েল দিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন। একটি পাত্রে সমপরিমাণ এই দুই তেল নিন। তা দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। উপকার।
অ্যাভোকাডো তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে প্যাক বানাতে পারেন। যাঁদের ত্বক অধিক রুক্ষ্ম তাঁরা অ্যাভোকাডো তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে প্যাক বানিয়ে নিন।
একটি পাত্রে সমপরিমাণ দুই তেল নিয়ে। মুখে এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন। এতে মিলবে উপকার। ত্বক ভালো থাকবে। এবার শীতের মরশুমে এই কয় উপায় ব্যবহার করুন অ্যাভোকাডো তেল, দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা।