বাঙালি রান্নায় তেজপাতার ব্যবহার ভীষণই প্রচলিত। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, ত্বক ও চুলের জন্যও ভীষণ উপকারী এই পাতা।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর তেজপাতা ত্বক ও চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করে।
চুলের যত্নে তেজপাতার হেয়ার মাস্ক লাগিয়ে গোড়া থেকে খুশকি দূর করতে পারেন। এর জন্য তেজপাতা পিষে গুঁড়ো তৈরি করুন। এ বার এই পাউডারটি দইয়ে মিশিয়ে চুলে লাগান।
শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের চুলকানি থেকেও মুক্তি দেবে। চুল চকচকে করতেও সাহায্য করে এই পাতা।
তেজপাতা জলে ফুটিয়ে ছেঁকে নিন। এবার ঠান্ডা হয়ে গেলে এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের আঠালো ভাবও দূর হবে এবং চুল উজ্জ্বল হবে।
উকুনের সমস্যা থেকেও মুক্তি দেয় এই পাতা। এই জন্য তেজপাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এ বার এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এছাড়াও, তেজপাতার গুঁড়ো একটি পেস্ট তৈরি করে আপনার চুলে লাগাতে পারেন। এতে সব উকুন সহজেই মারা যাবে।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ তেজপাতা মুখের ব্রণ ও ব্রণর দাগ দূর করতেও কার্যকর। এর জন্য তেজপাতা জলে ফুটিয়ে নিন। এ বার এই জল দিয়ে দিনে দু'বার মুখ ধুয়ে নিন। এতে আপনার মুখ পরিষ্কার ও উজ্জ্বল হবে।