10  March, 2024

স্পা ছাড়াই চুলে আনুন জেল্লা

credit: Pinterest

TV9 Bangla

চুল ভাল রাখতে কেউ ঘরোয়া উপায়ের সাহায্য নেন, আবার কেউ কেউ বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট করান। তবে অনেকেই হয়তো জানেন না, ঘরোয়া উপায়েও চুলের যত্ন করা যায়।

আর এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে নারকেলের দুধ। জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে।

আধ কাপ নারকেল দুধের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথায় লাগিয়ে খানিকক্ষণ স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

আধ কাপ নারকেল দুধের মধ্যে একমুঠো কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন কিছুক্ষণ। ঠান্ডা করে ছেঁকে নিন মিশ্রণটি।

চুল এবং স্ক্যাল্পে ভাল ভাবে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

নারকেল দুধের সঙ্গে ২ টেবিল চামচ মেথি গুঁড়ো মিশিয়ে নিন। স্নান করার আগে, আধ ঘণ্টা মাথায় মেখে রাখুন এই প্যাক। তার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন নারকেল দুধ ও লেবু। নারকেল দুধের মধ্যে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিন। চুলে ভাল করে লাগিয়ে নিন এই মিশ্রণ।

এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এটি ব্যবহার করে দেখুন। ফল পাবেন হাতেনাতে।