শীতে শুষ্কতা বাড়ে। তার সঙ্গে বাড়ে দূষণের মাত্রাও। আর এই দূষণ মারাত্মক ভাবে বাড়িয়ে দেয় চুল পড়ার মাত্রা। তবে এই সমস্যা থেকে বাঁচাতে পারে অতি পরিচিত একটি জিনিস।
সেটি হল ডাবের জল। চুলের জন্য ভীষণ উপকারী এই ডাবের জল। চুলের গোড়া মজবুত করে চুল পড়া আটকায় এই জল। জেনে নিন কীভাবে এটি ব্যবহার করলে কাজ হবে।
ডাবের জল ত্বক ও চুলের জেল্লা বাড়িয়ে দেয় বহুগুণে। মুখের দাগছোপ তুলতে ডাবের জল দিয়ে মুখ ধোওয়ার প্রচলন বহু দিনের। নিষ্প্রাণ হয়ে যাওয়া ত্বক কিংবা শুষ্ক চুলের সমস্যা কমাতেও ডাবের জলের জুড়ি নেই।
মুখে খুব বেশি ব্রণ হলে সেই সমস্যা মেটাতে পারে ডাবের জল। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, ব্রণর সমস্যা মেটাতে ডাবের জল দিয়ে দিনে কয়েক বার মুখ ধুয়ে ফেলুন। তাতেই এই সমস্যা কমতে থাকবে।
চুল পড়া আটকায় এই জল। ডাবের জলে চুল ধুলে দূর হবে খুশকির সমস্যা। তাই এই জল ব্যবহার করে দেখতেই পারেন কাজ হবে।
চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। দূষণ, ঋতুপরিবর্তন নানা কারণেই চুল পড়ার মাত্রা বাড়তে পারে। চুল পড়া কমাতে শ্যাম্পু করার পর ডাবের জল দিয়ে চুল ধুয়ে নিন।
এতে চুলের ঔজ্জ্বল্য বাড়বে। ডাবের জল হালকা গরম করে তা দিয়ে মাথায় মালিশ করলেও উপকার মিলবে। এতেই শীতে চুল পড়া আটকাতে পারবেন।
পাশাপাশি শরীর সুস্থ রাখতেও সাহায্য করে এই জল। ক্লান্তি দূর করতে অনেকেই ডাবের জল পান করেন। এই জলে থাকে নানা উপকারী উপাদানও। এর ফলে ডাবের জল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে।