এই গরমে রোজ ডাবের জল মাস্ট। তাতে সুস্থ থাকবে শরীর। কিন্তু ত্বকের কথা ভেবে দেখেছেন কখনও? শরীরের পাশাপাশি ত্বকের স্বাস্থ্যেরও খেয়াল নিতে হবে এই গরমে।
আর এই কাজটা যদি ডাবের জল দিয়েই হয়ে যায়, তাহলে আর চিন্তা কীসের? জেনে নিন গরমে ত্বকের জন্য ডাবের জল ব্যবহাপ করলে কী উপকার পাবেন।
ডাবের জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি ব়্যাডিকেলের হাত থেকে আপনার ত্বককে রক্ষা করে। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।
ডাবের জলের প্রাকৃতিক উপাদান রয়েছে, যা ত্বকের যত্ন নেয়, কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
ডাবের জলে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই দুই উপাদান সুন্দর ও স্বাস্থ্যকর ত্বক গঠনে সাহায্য করে। ডাবের জল মেখে আপনি ত্বকের ক্ষত নিরাময় করতে পারেন।
এ ছাড়া ডাবের জলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যাঁরা ব্রণর সমস্যায় ভোগেন, তাঁদের জন্য আদর্শ এই উপাদান। ডাবের জল মেখে কমিয়ে ফেলতে পারেন ব্রণ ও ব্রণর দাগ।
ডাবের জলের গুণে শুধু যে ব্রণ দাগ মিলিয়ে যাবে, তা নয়। ত্বকের উপর যে কোনও ধরনের দাগছোপ দূর করতে কার্যকর ডাবের জল।
এমনকী চিকেন পক্সের দাগও মিলিয়ে দিতে পারে ডাবের জল। তাই ডাব খাওয়ার আগে সামান্য জল তুলে রেখে কাজে লাগান রূপচর্চায়।