রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। তবে শুধু রান্নার কাজেই নয়, ত্বকের যত্নেও ভীষণভাবে সাহায্য করে এই উপাদান।
উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য কর্নফ্লাওয়ার খুবই উপাকারী। স্ক্রাব হিসেবে দুর্দান্ত কাজ করে এই উপাদান। জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে।
চামড়ার মৃতকোষ সরাতে কাজ করে কর্নফ্লাওয়ার। ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা দূর করতেও ভীষণ সাহায্য করে কর্নফ্লাওয়ার।
ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতেও সাহায্য করে এই উপাদান। ফলে দূর হয় ব্রণর সমস্যা। যাঁদের এই ধরনের সমস্যা রয়েছে তাঁরা কর্নফ্লাওযার ব্যবহার করে দেখতে পারেন।
কর্নফ্লোরের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রোদে পোড়া, ফুসকুড়ি এবং ত্বকের অন্যান্য জ্বালা প্রশমিত করতে সাহায্য করতে পারে।
কর্নফ্লাওয়ারে অল্প পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোষের টার্নওভার এবং কোলাজেন উৎপাদনে অবদান রাখতে পারে। এটি একটি উজ্জ্বল করতে পারে।
মধুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে কাজ ভালো ফল পাবেন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার নিন। তাতে সামান্য জল মেশান। এ বার এই পেস্ট দিয়ে স্ক্রাব করে নিন।
এ ছাড়া ব্যবহার করতে পারেন দই ও কর্নফ্লাওয়ার। এতে ত্বক দুর্দান্ত পরিষ্কার হয়। একইভাবে একটি পাত্রে টকদই ও কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিন। এ বার তা ব্যবহার করুন।