12  March, 2024

গরমে ত্বকের বন্ধু কিন্তু শসা, জানুন ব্যবহার

credit: Pinterest

TV9 Bangla

ত্বকের যত্নে শসার ব্যবহার নতুন নয়। ত্বকের জন্য বেশ উপকারী শসা। দাগছোপ মেটানোর পাশাপাশি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে শসা।

সূর্যেক ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে শসা। পাশাপাশি ত্বকের যাবতীয় দাগছোপ মেটাতেও সাহায্য করে শসা।

ত্বকের আর্দ্রতা ফেরাতেও শসার জুড়ি নেই। । শসায় প্রায় ৯৫ শতাংশ জল। ত্বককে আর্দ্র রাখতে শসার বিকল্প নেই। তাছাড়া, ত্বককে ঠান্ডা এবং চনমনে রাখতে বেশি জল চাই।

শসা সেটা দিতে পারে সহজেই। গোলাপ জলের সঙ্গে শসার রস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এরপর ব্যবহার করুন।

 ত্বক হাইড্রেট এবং উজ্জ্বল রাখতে সারা দিনে বেশ কয়েকবার এই মিশ্রণটি মুখে লাগান। বিশেষ করে, গরমকালে এই মিশ্রণটি খুব কার্যকর।

সারা দিন কাজের চাপ অথবা ঘুম কম হলে চেহারা ক্লান্ত দেখায়। চোখ-মুখে ফোলাভাব দেখা দেয়। চোখের নীচে কালি পড়ে। শসা কিন্তু এই সমস্যার সমাধান করতে সক্ষম।

গোল করে দু'টুকরো শসা কেটে নিন। চোখ বন্ধ করে মিনিট ১৫ এই দুই টুকরো শসা চোখের উপরে রেখে  দিয়ে দেখুন।

 কিছুক্ষণ পরেই দেখবেন সেই ক্লান্তির ছাপ উধাও হয়েছে। শসার শীতল প্রভাব ফোলাভাব কমাবে এবং চোখকে তরতাজা করে তুলবে।